প্রিয় দশম শ্রেণির ছাত্রছাত্রী, আজ তোমাদের জন্য সঙ্ঘবদ্ধতার গোঁড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ [চতুর্থ অধ্যায়] থেকে একটি মক টেস্ট থাকছে। তোমরা প্রতিটি প্রশ্নের খুব ভালো উত্তর লিখবে।
ক.
এককথায় উত্তর দাও (১×১০ = ১০)
১.
সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ?
২.
আলীগড়ে কবে বিদ্রোহ শুরু হয় ?
৩.
সিপাহী বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন ?
৪.
নানাসাহেবের আসল নাম কি ?
৫.
মহা বিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন ?
৬.
Eighteen fifty seven কার লেখা ।
৭.
নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে জারি হয় ?
৮.
আনন্দমঠ উপন্যাস রচনার পটভূমি কি ছিল ?
৯.
রামকৃষ্ণ মিশনের মুখপত্র কি ?
১০. গোরা প্রথম কোন পত্রিকায় প্রকাশ হয় ?
খ.
দুই-তিনটি বাক্যে উত্তর দাও (২×৫ = ১০)
১.
সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারন কি ?
২.
সভাসমিতির যুগ কাকে বলে ?
৩.
জমিদার সভার কার্যাবলী লেখ।
৪.
হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল ?
৫.
ব্যাঙ্গ চিত্র কেন আঁকা হয় ?
গ.
সাত-আটটি বাক্যে উত্তর দাও (৪×৩ = ১২)
১.
মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল ?
২.
মহা বিদ্রোহের চরিত্র কেমন ছিল ?
৩.
ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা লেখ।
ঘ.
অনধিক ১০ টি বাক্যে নীচের প্রশ্নের উত্তর দাও (৮×১ = ৮)
লেখায়
ও রেখায় কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল ?
0 Comments